Monday, 6 March 2017

স্যার

স্থান : একটি ট্রেইনিং ইনস্টিটউট ।
কথোপকথন চলছে একজন শিক্ষক ও ছাত্রের মধ্যে ।
  শিক্ষক - "তোমার দ্বারা কিছু হবে না ।"
  ছাত্র চুপ ।
  শিক্ষক - " মাথায় কিছু ঢুকল ? "
  ছাত্র - " না স্যার। "
  শিক্ষক - " বুদ্ধিটা ব্যবহার করতে হয় !!  না করলে মরচে ধরে যাবে যে !! "
  ছাত্র চুপ ।
   শিক্ষক - " কাদের পাল্লায়  যে পড়েছি !!  তা কি করা হয় ? "
   ছাত্র - " স্যার, আই.টি তে কাজ করি। "
   শিক্ষক - " হ্যা, এই বুদ্ধি নিয়ে কোথায়েই বা আর যাবে ?  তা কোন কোম্পানী ? "
   ছাত্র কোম্পানীর নাম বলল।
   শিক্ষক (একটু দমে গিয়ে) -  "ও, ওখানে আমার কয়েকজন চেনাশোনা আছে । "
   ছাত্র (নিরীহ মুখ করে) - " জানি স্যার । "
   শিক্ষক (এবার সন্দিগ্ধ চোখে) - " কি জান ?"
   ছাত্র (একটু ঊশখুশ করে) - " আসলে স্যার, আপনার সিভিটা আমিই পেয়েছি।  কাল আপনার ইন্টারভিউ টা আমিই নেব ।"
   শিক্ষক (কাঁপা কাঁপা গলায়) - "অ্যাঁ স্যার, আ-আপনিই ? " 
   ঢোক গিললেন শিক্ষক
    শিক্ষক (ঘামতে ঘামতে) - "আ-আপনি খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছেন স্যার।  আর ২-৩ দিন প্র্যাকটিস করলেই আপনি একদম প্রোফেশনাল লেভেলে চলে যাবেন। "
   ছাত্র - "আপনি আমায় তুমি বলুন স্যার। "
   শিক্ষক - " না না। আমি আজ উঠি। তাহলে কাল একটু দেখবেন আমায় স্যার। হেঁহেঁহেঁ আপনাকে চিনতে না পেরে কি বলতে কি বলে দিয়েছি কিছু মনে করবেন না প্লিজ। "
   এই বলে তড়িঘড়ি শিক্ষকের প্রস্থান ।

No comments:

Post a Comment